তথ্য ভান্ডার

দেশ বিষয়ক তথ্য


1.আয়তনে/জনসংখায় ক্ষুদ্রতম দেশঃ- আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান।(Holy city) ভ্যাটিক্যানের আয়তন মাত্র ১০৮.৭ একর বা ০.৪৪ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ১হাজার। বিশ্বের এই ক্ষুদ্র দেশটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা পোপ জন পলের আাবাসস্থান হিসেবে বিশেষ খ্যাতিপেয়েছে। সম্পূর্ণ দেশটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। দেশটি জাতি সংঘের সদস্য দেশ নয়,পর্যকবক্ষক।

2.জনসংখ্যায় ক্ষুদ্রতম প্রজাতন্ত্রঃ- বিশ্বের জনসংখ্যায় ক্ষুদ্রতম প্রজাতন্ত্র হল নাউরু। দেশটি ওশেনিয়া মহাদেশের অন্তর্গত প্রশান্ত মহা সাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র। ২১-৩ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট নাউরুর জনসংখ্যা মাত্র ১০ হাজার।

3.আয়তনে ক্ষুদ্রতম প্রজাতন্ত্রঃ- আয়তনের ‍দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র মোনাকো। আয়তন মাত্র ২.১৪ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ৩০ হাজার।মোনাকো ইউরোপ মহাদেশের মধ্যে ফ্রান্সের পশ্চিমে অবস্থিত।তার উত্তর পূর্ব দিকে ভূমধ্য সাগর।

4.বৃহত্তম দেশঃ- বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া।আয়তন ১কোটি ৭০লাখ ৭৫হাজার বর্গ কি.মি. এবং জনসংখ্যা ১৪কোটি ৫২ হাজার।এটি বিশ্বের মোট ইস্থল ভাগের ১১.৫% এশিয়া এবং ইউরোপ মহাদেশ জুড়ে এর বিস্তৃত। বাল্টিক সাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এর বিস্তার ৯,৬০০ কি.মি.। উত্তর দক্ষিণে দেশটির দৈর্ঘ্য ৪,৮০০ কি.মি.।

5.জনবহুল দেশঃ- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। লোকসংখ্যা ১২৭ কোটি ১০ লাখ। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২২% লোক এ দেশে বসবাস করে। চীন দেশটির আয়তন ৯৫ লক্ষ ৬১হাজার বর্গ কি.মি.।

6.স্বল্প সীমানা বেষ্টিত দেশঃ- বিশ্বের সংক্ষিপ্ত সীমান্তবর্তী দেশ ভ্যাটিক্যান এবং ইতালী। এই দুটি দেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ ৪.০৭ কি.মি.।

7.সরু দেশঃ- বিশ্বের সবচেয়ে সরু দেশ চিলি। সংকীর্ণ ফিতার মতই দেশটি অপ্রশস্ত। পেরুর দক্ষিণ প্রান্ত থেকে পুন্টা আরেনাস পর্যন্ত ৬.১৫৫ কি.মি. বিস্তৃত।পুন্টা আরেনাস হচ্ছে প্রথিবীর সর্বদক্ষিণের শহর।

8.অধিক দ্বীপের দেশঃ- বিশ্বের সবচেয়ে বেশী দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। প্রায় ১৩ হজার  ৫ শত দ্বীপ এদেশে রয়েছে। এর মধ্যে ৬ হাজার দ্বীপে মানবসতি রয়েছে। বৃহৎ দ্বীপগুলো হল সুমাত্রা,জাভা,বোর্নিও,সুলাভেসি এবং ইরিয়ানা জায়া।

9. দীর্ঘতম সীমান্ত দেশঃ- আলাস্কার সাথে ২.৫৪৭ কি.মি. সীমান্ত ছাড়াই কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত দৈর্ঘ ৬.৪১৬ কি.মি.।আলাস্কা সহ দুই দেশের সীমান্ত দৈর্ঘ ৮.৯৬৩ কি.মি. অন্য দিকে আর্জেন্টিনা এবং চিলির মধ্যে সীমান্ত দৈর্ঘ ৫.২৫৫ কি.মি।

10. অধিক সীমান্ত বেষ্টিত দেশঃ- বিশ্বের সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ চীন । চীনের সাথে ১৩ টি দেশের স্থল সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী দেশগুলো হচ্ছে ১.রাশিয়া ২.মঙ্গোলিয়া ৩.উত্তর কোরিয়া ৪.ভিয়েত নাম ৫.মায়ানমার ৬.ভারত ৭.ভুটান ৮.নেপাল ৯.পাকিস্তান ১০.আফগানিস্তান ১১.তাজিকিস্তান ১২.কিরগিজিস্তান ১৩.এবং কাজাকিস্তান। এছাড়াও ১.দক্ষিণ কোরিয়া ২.জাপান ৩.তাইওয়ান ৪.এবং ফিলিপাইনের সাথে এর জল সীমানা রয়েছে।

11.বৃহত্তম গণতান্ত্রিক দেশঃ- ভরত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারত মোট রেজিস্ট্রাড দলের সংখ্যা ৭৫৩ টি এবং লোকসভার আসন সংখ্যা ৫৪৫ টি। ৫৪৩টি আসনে নির্বাচন হয় এবং ২ টি আসনে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন। ভারতের ১৪তম লোকসভা নির্বাচনে মোট ২২১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং ৩৮টি দল আসন লাভ করে। ১৮৩টি দল কোন আসন পায়নি। ভারতীয় রাজ্যসভার আসন সংখ্যা ২৪৫ টি।

12.বৃহত্তম তেল উৎপাদন কারী দেশঃ- বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন কারী দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের মোট তেলের মধ্যে সৌদি আরবে ৩৭.৮% তেল মজুদ রয়েছে।

13.আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশঃ- বিশ্বের জনসংখ্যায় কৃহত্তম মুসলিম দেশ ইন্দোনিশিয়া। লোকসংখ্যা ২১ কোটি ২২ লক্ষ ৫০ হাজার এবং আয়তন ১৯ লক্ষ ৪ হাজার ৫৬৯ বর্গ কি.মি.।

14.এশিয়ার ক্ষুদ্রতম দেশঃ- মালদ্বীপ যেমন এশিয়ার ক্ষুদ্রতম দেশ। তেমনি আয়তন/জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ। দেশটির আয়তন ২৯৮ বর্গ কি.মি.। এবং জনসংখ্যা ৩ লাখ। দক্ষিণ এশিয়ার এই দেশটি ভারতের দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত।

15.শীর্ষ  মাথাপিছু আয়ের দেশঃ- বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ লুক্সেমবার্গ। দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ ৪৪.৫৮৬.২৩ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং তাদের মাথাপিছুআয় ৩৫ হাজার ৯৩৫ দশমিক .০২ ডলার।

16.শীর্ষ গড় আয়ুর দেশঃ- বিশ্বের সবচেয়ে বেশী গড় আয়ুর সম্পন্ন দেশ এন্ডোরা। দেশটির মানুষের গড় আয়ু ৮৩.৪৮ বছর। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকাও গড় আয়ু ৮১.৭৩ বছর । এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী গড় আয়ু সম্পন্ন দেশ জাপান ৮০.৯১ বছর।

17.সমুদ্র অভিযাত্রীদের দেশঃ- পর্তুগালকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ (A Nation of Great Sea Farmers) বলা হয়। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে পর্তুগিজরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্র পথ আবিস্কার করে। সে সুবাদে পর্তুগিজরা আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ দখল করে এবং ব্রজিলে উপনিবেশ স্থাপন করে।

18.খন্ডিত রাষ্ট্র বা দেশঃ- ভৌগলিক দিক দিয়ে যেসব রাষ্ট্রের পরিসর পৃথক বা খন্ডবিখন্ডিত হয় সেসব রাষ্ট্রকে খন্ডিত রাষ্ট্র বলে । যেমনঃ- ১.জাপান ২.ইন্দোনেশিয়া।

19.ছিদ্রায়িত রাষ্ট্র বা দেশঃ- যেসব রাষ্ট্রের ভৌগলিক পরিসরে অন্য কোন রাষ্ট্রের অংশ বিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে। সেসব রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। যেমনঃ-১.ইতালি(ইতালির অভ্যন্তরে ১.সানমারিনো ২,ভ্যাটিক্যান সিটি) এ দু’টি রাষ্ট্র অবস্থিত। ২.দক্ষিণ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ১.ল্যাসেথো) দেশটি অবস্থিত।

20.সূর্যদয়ের দেশঃ- এশিয়ার পূর্ব প্রানতে প্রশান্ত মহাসাগরে জাপান অবস্থিত। পূর্ব গোলার্ধের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বলে জাপানে প্রথম সূর্যদয় ঘটে। এজন্য জাপান কে সূর্যদয়ের দেশ বলা হয়।

21.নিরপেক্ষ দেশঃ- সুইজারল্যান্ড কে বিশ্বের নিরপেক্ষ দেশ বলা হয়। ১৮১৫ সাল থেকেই এ দেশটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন কারে আসছে। এ পর্যন্ত যত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা থেকে সব সময় দেশটি দূরে অবস্থান করছে। অবশ্য সুইজারল্যান্ড ১০ সেপ্টেম্বর ২০০২ জাতিসংঘের ১৯০তম সদস্য পদ লভ করে।

22.টাইগার অব বাইসাইকেলঃ- ভিয়েতনাম কে The Tiger of Bicycle বলা হয়। এদেশে প্রচুর সম্দপ থাকা সত্ত্বেও দেশটি অর্থনৈতিক ভাবে দরিদ্র। লোকজন সাধারণত বাইসাইকেল অধিক মাত্রায় ব্যবহার করে। এজন্য খর্থনীতিবিদরা ভিয়েতনাম কে এ নামে অভিহিত করেছেন।

23.প্রথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রঃ- বিশ্বের প্রথম কল্যাণকর রাষ্ট্র সুইডেন। দেশটির আয়তন ৪লক্ষ ৪৯হাজার ৯৬৪বর্গ কি.মি.। এবং লেকসংখ্যা ৮৯লক্ষ। সুইডেনকে শূণ্য জনসংখ্যা বৃদ্ধির দেশও বলা হয়।





বিভিন্ন দেশের সংসদের নাম

1.ভারতের আইনি সভার নাম - লোকসভা বা রাজ্যসভা।
2.পাকিস্তানের আইন সভার নাম - জাতীয় পরিষদ বা সিনেট।
3.জাপানের আইন সভার নাস - ডায়েট।
4.বাংলাদেশের আইন নাম - জাতীয় সংসদ।
5.মালয়েশিয়ার আইন সভার নাম - মজলিস।
6.মঙ্গোলিয়ার আইন সভার নাম - থুরাল।
7.আফগানিস্তানের আইন সভার নাম - শূরা।
8.ইরানের আইন সভঅর নাস - মজলিস।
9.ইসরাইলের আইন সভার নাম - নেসেট।
10.তাই্ওয়ানের আইন সভার নাম - উয়ান।
11.যুক্তরাজ্যের আইন সভার নাম - পার্লামেন্ট।
12.নেপালের আইন সভঅর না্স - কংগ্রেস বা পঞ্চায়েত।
13.চীনের আইন সভার নাম - কংগ্রেস।
14.রাশিয়ার আইন সভার নাম - সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি।
15.স্পেনের আইন সভার নাম - ক্রেটস।
16.তুরস্কের আইন সভার নাম - গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
17.সুইডেনের আইন সভার নাম - রিক্‌সড্যাগ।
18.ফ্রান্সের আইন সভার নাম - চেম্বার।
19.নেদারল্যান্ডের আইন সভার নাম - স্ট্যাটেড জেনারেল।
20.পোলেন্ডের আইন সভার নাম - সীম।
21.নরওয়ের আইন সঅর নাম - স্টরটিং।
22.ডেনমার্কের আইন সভার নাম - ফোকেট।
23.জার্মানির আইন সভার নাম - রাইখস্ট্যাগ।
24.মিশরের আইন সভার নাম - দারুল আওয়াম।
25.আয়ারল্যান্ডের আইন সভার নাম - ডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস।
26.ইতালির আইন সভার নাম - সিনেট।
27.যুক্তরাষ্ট্রের আইন সভার নাম - কংগ্রেস।
28.কানাডার আইন সভার নাম - পার্লামেন্ট।
29.অস্ট্রেলিয়ার আইন সভার নাম - পার্লামেন্ট।
30.গ্রিসের আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিজ।
31.আইসল্যান্ডের আইন সভার নাম - আলথিং।
32.ইন্দোনেসিয়ার আইন সভার নাম - পিপল্‌স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
33.উত্তর কোরিয়ার আইন সভার নাম - সুপ্রিম পিপল্‌স অ্যাসেম্বলি।
34.জায়ারের আইন সভার নাম - ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল।
35.দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম - হাউজ অব অ্যাসেম্বলি।
36.নিইজিল্যান্ডের আইন সভার নাম - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
37.ভুটানের আইন সভার নাস - সোংডু।
38.মালদ্বীপের আইন সভার নাম - মজলিস।
39.মায়ানমারের আইন সভার নাম - পিথু ইটার্ড।
40.লিথুনিয়ার আইন সভার নাম - সিসাম।
41.লিবিয়ার আইন সভার নাম - জেনারেল পিপল্‌স কংগ্রেস।
42.সিরিয়ার আইন সভার নাম - পিপল্‌স কাউন্সিল।
43.রুমানিয়ার আইন সভার নাম - গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
44.হাইতির আইন সভার নাম - চেম্বর অব ডেপুটিজ সিনেট।
45.হাঙ্গেরির আইন মভার নাম - ন্যাশনাল অ্যাসেম্বলি।
46.সেসেলসের আইন সভার নাম - পিপল্‌স কাউন্সিল।
47.সুইজারল্যান্ডের আইন সভার নাম - ফেডারেল অ্যাসেম্বলি।
48.ব্রাজিল এর আইন সভঅর নাম - ন্যাশনাল কংগ্রেস।
49.গ্রানাডার আইন সভার নাম - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
50.কেপভার্দের আইন সভার নাম - পিপল্‌স ন্যাশনাল অ্যাসেম্বলি।






বিভিন্ন দেশের জাতীয় প্রতীক এর নাম

1.অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক - ক্যাঙ্গারু।
2.আফগানিস্তানের জাতীয় প্রতীক - ৩০পরি।
3.ইতালির জাতীয় প্রতী - শ্বেত পদ্ম।
4.কানাডার জাতীয় প্রতীক - শ্বেত পদ্ম।
5.ইরানের জাতীয় প্রতীক - গোলাপ।
6.ইংল্যান্ডের জাতীয় প্রতীক - গোলাপ।
7.ডেনমার্কের জাতীয় প্রতীক - সমুদ্র সৈকত।
8.মিসরের জাতীয় প্রতীক - সমুদ্র সৈকত।
9.ভারতের জাতীয় প্রতীক - সিংহ দরজা।
10.ফ্রান্সের জাতীয় প্রতীক - পদ্ম।
11.স্পেপনের জাতীয় প্রতীক - ঈগল।
12.জার্মানির জাতীয় প্রতীক - শস্যফল।
13.আয়ার ল্যান্ডের জাতীয় প্রতীক - ত্রিপত্র গাছ।
14.চীনের জাতীয় প্রতীক - সিসাম গাছ।
15.জাপানের জাতীয় প্রতীক - ক্রিসেনথিয়াম।
16.পাকিস্তানের জাতীয় প্রতীক - অর্ধচন্দ্র।
17.যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক - স্বর্ণদন্ড।
18.বাংলাদেশের জাতীয় প্রতীক - সাদা শাপলা ফুল।




বিভিন্ন মানুষের উপাধি

1.ফিল্ড মার্শাল রোমেলের ‍উপাধি -ডেজার্ট ফক্র।
2.লিটল কর্পোরাল বলা হয় - নেপোলিয়ন বোনাপার্টকে।
3.ব্লাইন্ড বার্ড বলা হয় - হোমারকে।
4.সার্পেন্ট অব দ্যা নাইল বলা হয় - রাণী ক্লিওপেট্রাকে।
5.আরবের নাইটিঙ্গেল বলা হয় - উম্মে কুলসুম কে।
6.শান্তির মানুষ বলা হয়  - লোক বাহাদুর শাস্ত্রীকে।
7.লেডি ইউথ দ্যা ল্যাম্প বলা হয় - ফ্রোরেন্স নাইটিঙ্গেল কে।
8.লৌহ মানবী বলা হয় - মার্গারেট থ্যাচার কে।
9.ভারতের নাইটিঙ্গেল বলা হয় - সারোজিনী নাইডুকে।
10.ডটার অব দে ইস্ট বলা হয় - বেনজীর ভূট্টকে।




বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য

* বাংলাদেশের প্রথম ছবি ==== মুখ ও মুখোশ।
* মুখ ও মুখোস ছবির পরিচালক ==== আব্দুল জব্বার খান।
* প্রথম নির্বাক ছবির নাম ==== সুকুমারী।
* নির্বাক চলচ্চিত্রের উদ্যোক্তা ছিলেন ==== ঢাকার নবাব পরিবার।
* ঢাকার নবাব পরিবার কর্তৃক নির্মিত দ্বিতীয় ছরি নাস ==== দি লাস্ট কিস।
* বাংলাদেশের নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত ছবির নাম ==== জাগো হুয়া সাভেরা।
* জাগো হুয়া সাভেরা ছবির পরিচালক ==== আখতার জং কারদার।
* বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয় ==== ১৯৭৮ সালে।
* Stop Genocide চলচ্চিত্রের চিত্রকর ==== জয়নুল আবেদিন।
* একুশে ফেব্রুয়ারির ওপর প্রথম গান রচনা করেন ==== গাজীউল হক।
* বাংলাদেশের সুর সম্রাট ==== ওস্তাদ আলাউদ্দিন খান।
* বাংলাদেশের বিখ্যাত ভাস্কর ==== শামীম শিকদার।
* বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী ==== অলক রায়।
* বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ==== শিল্পাচার্য জয়নুল আবেদিন।
* বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ==== বুলবুল চৌধুরী।
* বাংলামেশের সিনেমা স্টুডিও ==== ৪ টি।
* বাংলাদেশের প্রথম মুসলিম চিত্রাভিনেত্রী ==== বনানী চৗধুরী।

3 comments:

  1. ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।

    ReplyDelete
  2. ধন্যবাদ,খুবই ইনফরমেটিভ💙

    ReplyDelete
  3. ধন্যবাদ,খুবই ইনফরমেটিভ💙

    ReplyDelete